সান ফ্রান্সিসকো: আপনি এই পৃথিবীর মায়া কাটিয়ে যাওয়ার সময় আপনার ফেসবুক অ্যাকাউন্ট কার হেফাজতে রেখে যাবেন, এ ব্যাপারে ভেবেছেন কি? এবার ভাবুম, কারণ স্বয়ং ফেসবুক কর্তৃপক্ষ জানাচ্ছে, মৃত্যুর পরেও আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ রাখতে আপনি উত্তরসূরীর হাতে অনায়াসেই দিয়ে যেতে পারেন অ্যাকাউন্টটির দায়িত্ব। বৃহস্পতিবার ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাকাউন্টের মালিকের মৃত্যুর পরেও উত্তরসূরী আপনার অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারবে, ছবি আপলোড করতে পারবে ও তাতে কমেন্টও করতে পারবে। আপাতত এই পরিষেবাটি পাওয়া যাবে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে। পরবর্তীকালে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে এই সুবিধা এমনটাই জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এতদিন পর্যন্ত ফেসবুকে অ্যকাউন্টের মালিক মারা যাওয়ার খবর পেলে কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি ফ্রিজ করে দিত। এবার অ্যাকাউন্টের মালিক চাইলে মৃত্যুর পরেও তাঁর অ্যাকাউন্ট চালুই থাকবে।