আইপিএলে এ পর্যন্ত ১২ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। শুধু সর্বোচ্চ উইকেট শিকারীই নয়, সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জয়ের দৌড়েও অনেকটা এগিয়ে রয়েছেন তিনি। তবে শেষ তিন ম্যাচে তার বোলিং ফিগার (০-২৬, ০-৩৯ ও ১-৩২) দেখে অনেকেই ভাবতে শুরু করেছেন, মুস্তাফিজের রহস্য বোধ হয় উন্মোচিত হয়ে গেছে!
আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যতটা গবেষণা হয়েছে এবার, অন্যদের ক্ষেত্রে তেমনটা ঘটেনি। কেননা অভিষেকের পর থেকেই বাঘা বাঘা ব্যাটসম্যানের মাথা ব্যথার কারণ তিনি। বাংলাদেশের কাটার বয়কে লেফট সাইটে খেলার প্রবণতা দেখা গেছে। সব শেষ ম্যাচে কিংস ইলেভেনের ব্যাটসম্যান হাশিম আমলা তাকে এভাবে মোকাবিলা করে রান পেয়েছেন!
গবেষণার কারণে কিছুটা ফল পাবে প্রতিপক্ষ দল, এটাই স্বাভাবিক। তবে বোলিংয়ে বৈচিত্র্য আনতে পারলে মুস্তাফিজ আরো ভয়ঙ্কর হয়ে উঠবেন। এমনটাই মনে করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।
মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার দুর্জয় বলেন, ‘মুস্তাফিজের বোলিং নিয়ে আইপিএলের দলগুলো বেশ হোমওয়ার্ক করছে। আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে তার বোলিংয়ের প্রত্যেকটি অ্যাকশন বিশ্লেষণ করছে। কোনো একদিন তার রহস্য উদঘাটন হবে, এটাই স্বাভাবিক। তাই মুস্তাফিজকে বোলিংয়ে আরো বৈচিত্র্য আনতে হবে। যদি বোলিংয়ে নতুন কিছু অস্ত্র নিয়ে আসতে পারে, তাহলে মুস্তাফিজ আরো ভয়ঙ্কর হয়ে উঠবে।’