[english_date]

মুস্তাফিজকে পেতে মুখিয়ে আছে ইংলিশ ক্লাব সাক্সেস

অভিষেকের পর থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে নিজের জাত চিনিয়েছেন মুস্তাফিজ। এখন খেলছেন আইপিএলে। সানরাইজার্স হায়দরাবাদের হয়েও এখন পর্যন্ত  ১৩ উইকেট নিয়েছেন। তাই তো তাকে পেতে আশাবাদী ইংলিশ ক্লাব সাক্সেস।

কিন্তু শুধু উইকেট দিয়ে মুস্তাফিজের বিচার করলে ভুল হবে। তার বলে বড় বড় তারকা ব্যাটসম্যান নাকানি চুবানি খাচ্ছে। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দলগুলোও মুস্তাফিজকে দলে ভেড়াতে হুমড়ি খেয়ে পড়েছে।

সাক্সেসের কোচ মার্ক ডেভিস বলেছেন, মুস্তাফিজকে পাওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।

কিন্তু মুস্তাফিজকে বিশ্রাম দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আগেই জানানো হয়েছে বাড়তি ম্যাচ খেলার ধকল সামলাতে তারা মুস্তাফিজকে ইংল্যান্ডে খেলার ছাড়পত্র দেবেন না।

ডেভিস বলেন, আমরা মুস্তাফিজের খেলার ব্যাপারে নিশ্চিত নই। তবে, তিনি আশাবাদ ব্যক্ত করেন মুস্তাফিজ তাদের সঙ্গে যোগ দেবেন। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে মুস্তাফিজ সম্ভবত সবচেয়ে ভালো বোলার। তাই তাকে পেতে আমরা মুখিয়ে আছি।

গত মার্চে সাক্সেস তাদের দ্বিতীয় বিদেশি খেলোয়ার হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করে। মুস্তাফিজের সাক্সেসের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ও ২০১৬ সালের রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে অংশ নেওয়ার কথা রয়েছে। কিন্তু ওই চুক্তির পর থেকেই মুস্তাফিজ ক্রিকেটর বাহিরে ছিলেন। বাংলাদেশের হয়ে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ খেলতে পারেননি। তবে প্রথমবারের মতো খেলছেন আইপিএলে। সেখানে ওভার প্রতি ৬.১৮ রান দিয়ে নিয়েছেন ১৩ উইকেট।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ