ভারতীয় ব্যাটসম্যানদের কাছে এখন এক রহস্যের নাম মুস্তাফিজুর রহমান। হোয়াইটওয়াশ এড়ানোর পথে ভারতের সবচেয়ে বড় কাঁটা এই তরুণ বাঁহাতি পেসারই। তৃতীয় ম্যাচের আগে মুস্তাফিজ-রহস্যের সমাধান খুঁজছে ভারত। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা রবিচন্দ্রন অশ্বিন মজা করে বললেন, “মুস্তাফিজকে কি কিডন্যাপ করব?”
ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ১১ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন মুস্তাফিজ। দুই ম্যাচেই তার স্লোয়ার কাটারগুলোর জবাব জানা ছিল না ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের। দ্বিতীয় ম্যাচের পর অসহায় কণ্ঠে ধোনি জানিয়েছিলেন, মুস্তাফিজের উত্তর খুঁজে পাচ্ছেন না তারা। তৃতীয় ম্যাচের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে অশ্বিনের কণ্ঠেও একই সুর।
“কোনো জবাবই যদি না থাকে (মুস্তাফিজের বোলিংয়ের), তো কি করতে পারি আমরা? ওকে কি কিডন্যাপ করব? মাঠে নেমেই আমাদের যতটা সম্ভব পোক্ত ক্রিকেট খেলতে হবে। ওকে যতটা সম্ভব ভালোভাবে সামলাতে চেষ্টা করতে হবে।”আনকোরা এই তরুণকেই এখন দারুণ সমীহ করছে ভারত, জানালেন অশ্বিন।
“ওর কাটার দারুণ। ওটা দেখে খেলতে হবে। ওকে শ্রদ্ধাও করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে এই শ্রদ্ধা ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ।”