সকল বিপদ কাটিয়ে অবশেষে সেঞ্চুরী করলে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এবং হাফ সেঞ্চুরী করলেন সাব্বির রহমান। দলিয় ৪৩ ওভারে হাফ সেঞ্চুরী করেন সাব্বির ৫০ রান করেন টানা ৬ এবং ৪ মেরে হিটার সাব্বির রহমান হাফ সেঞ্চুরী করলেন এবং দলিয় ৪৬ তম ওভারে সেঞ্চুরী করলেন মুশফিক ১০০(১০৪) ৮টি চার এবং ১টি ছয়ের মাধ্যেমে সাজানো গোছানো সেঞ্চুরী।
পোস্টটি যতজন পড়েছেন : ৭৪