খামারে মুরগি পালনে সবচেয়ে মারাত্মক সমস্যার নাম রক্ত আমাশয়। এ রোগে মুরগির মৃত্যুর হার অনেক বেশি।
এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন খামারীরা। মুরগির রক্ত আমাশয় রোগ প্রতিরোধে দেশে প্রথমবারের ‘এভিএক্স প্লাস’ নামের নতুন এক ওষুধ নিয়ে আসলো প্রভেট রিসোর্সেস লিমিটেড।
সোমবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মুরগির রক্ত আমাশয় প্রতিরোধী এই ওষুধ বাজারজাতকরণের ঘোষণা দেয়া হয়।
নতুন এই ওষুধ দেশে মুরগির রক্ত আমাশয় প্রতিরোধের পাশাপাশি মুরগির উৎপাদন আরো বাড়াবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
পোস্টটি যতজন পড়েছেন : 369