১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুজাহিদের ভাগ্য নির্ধারণ আজ, কার্যতালিকায় আছে সাকা ও নিজামী

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল নয়টায় প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে মুজাহিদের শুনানি শুরু হয়।

এ সময়, রায় পুনর্বিবেচনার জন্য রায়ের বিভিন্ন দিক তুলে ধরেন আসামিপক্ষের আইনজীবীরা। মুজাহিদের শুনানির পর সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

৩০ সেপ্টেম্বর সাকা ও মুজাহিদের ফাঁসির রায় বহাল রেখে আপিল বিভাগ থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর চৌদ্দ দিনের মাথায় ওই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন আসামি পক্ষ। পরবর্তীতে শুনানির দিন ১৭ নভেম্বর নির্ধারণ করেন আপিল বিভাগ।

গতকাল সাকা চৌধুরীর বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তার স্ত্রীর করা রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেন আদালত।

এদিকে, প্রধান বিচারপতির নেতৃত্ব গঠিত ওই বেঞ্চের কার্য তালিকার চার নম্বরে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানির জন্য রাখা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ