![](https://earthnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
[ad id=”28167″]কালো দাগ বা ব্লেমিশ ত্বকের সবচেয়ে বিরক্তিকর সমস্যা। ব্রণ-সা্নবার্ন বিভিন্ন কারণে ত্বকে কালো দাগ পড়তে পারে। মুখের কালো দাগ ত্বকের সৌন্দর্য-হানি করে দেয়ার জন্য দায়ী। দামী অনেক ক্রিম পাওয়া যায় যা ত্বকের কালো দাগ দূর করে থাকে। কিন্তু খুব বেশি ক্রিমের ব্যবহার ত্বকের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। তাই ঘরোয়া উপায়ে ফেসপ্যাক তৈরি করে তা ব্যবহারে কালো দাগ দূর করা যেতে পারে।
উপকরণ
এক চা চামচ টমেটোর পেস্ট, এক টেবিল চামচ মধু, ১/২ চা চামচ লেবুর রস।
প্রস্তুতপ্রণালী
টমেটোর পেস্ট, লেবুর রস এবং মধু ভাল করে মিশিয়ে নিতে হবে।
ব্যবহার
প্রথমে মুখটি পরিষ্কার করে নিতে হবে। তারপর একটি তোয়ালে দিয়ে মুখটি মুছে ফেল হবে। এবার এই প্যাকটি আঙুল দিয়ে ম্যাসাজ করে ত্বকে লাগাতে হবে। এরপর ১০ মিনিট অপেক্ষার পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখটি হালকাভাবে ধুয়ে ফেলতে হবে। এবং ঠাণ্ডা পানি দিয়ে মুখ ভাল করে ধুয়ে নিতে হবে।
লক্ষণীয়
প্যাকটির ব্যবহারের সময় তৈরি করে নেয়াই ভাল। তবে চাইলে বেশি করে তৈরির পর ফ্রিজে রেখে দেয়া যেতে পারে। তবে অবশ্যই এক সপ্তাহের বেশি নয়।