১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মুক্তি ফেলেন লতিফ ছিদ্দীকি।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দায়ের করা ১০ মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার সকালে বিচারপতি নিজামুল হক নাসিম এবং ফরিদ আহমেদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই জামিন দেন। তাঁর আইনজীবীরা জানান, ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় এই ১০টিসহ ১৭ টি মামলায় জামিন পেয়েছেন তিনি।
লন্ডনে একটি অনুষ্ঠানে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় তাঁর বিরুদ্ধে মোট ২৭টি মামলা দায়ের করা হলেও বাকি ১০ টি মামলায় কোনো ওয়ারেন্ট জারি না হওয়ায় এখন আর তার মুক্তিতে কোনো বাধা নেই বলে জানান সাবেক এই মন্ত্রীর আইনজীবীরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ