
মুকুটে শোভিত সারা ইরানি।দুবাই ওপেনের মুকুট পড়লেন তিনি। শনিবার টুর্নামেন্টের ফাইনালে বারবোরা স্ট্রাইকোভাকে হারিয়ে শিরোপা জয়ের গৌরব অর্জন করলেন তিনি। শিরোপা জয়ের লড়াইয়ে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়েই দেন ইতালির এই টেনিস তারকা। দুবাই ওপেনের ফাইনালে সারা ইরানি ৬-০ এবং ৬-২ সেটে হারান চেকপ্রজাতন্ত্রের প্রতিভাবান টেনিস তারকা বারবোরা স্ট্রাইকোভাকে। সেইসঙ্গে ক্যারিয়ারের ৯ম ডব্লিউটিএ শিরোপা নিজের করে নিলেন তিনি। দুবাই ওপেনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে পেরে সারা ইরানির উচ্ছ্বাস যেন বেড়ে গেছে বহু গুনে।
তবে প্রতিপক্ষের প্রশংসাও ঝড়েছে তার কণ্ঠে। বারবোরা স্ট্রাইকোভাকে হারিয়ে কোর্টের তাৎক্ষণিক সাক্ষাৎকারে সারা ইরানি বলেন, ‘আমার কোন কথা নেই। বারবোরার জন্য খুব দুঃখ হচ্ছে। প্রকৃতপক্ষেই অসাধারণ মাপের খেলোয়াড় সে। তবে এই টুর্নামেন্ট জিততে পেরে আমি খুবই আনন্দিত। আমার জন্য এই সপ্তাহটা বেশ কঠিন ছিল। কিন্তু এখন আমি খুবই সন্তুষ্ট। আমার দল, পরিবার এবং বন্ধু-বান্ধবী সবার জন্যই খুব ভালো লাগছে।’
প্রকৃতপক্ষে তার ভালো লাগাটাই স্বাভাবিক। কারণ ২০১৩ সালে প্রথমবারের মতো দুবাই ওপেনের ফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু সেবার আর শিরোপা জয়ের হাসি হাসতে পারেননি সারা ইরানি। টুর্নামেন্টের ফাইনালে চেকপ্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার কাছে হেরে স্বপ্ন-ভঙ্গ হয়েছিল তার। দীর্ঘ তিন বছর পর আবারও ফাইনাল। শিরোপা জয়ের সুযোগটা আর হাতছাড়া করেননি তিনি। দেশের হয়ে কিছু করতে পেরে তার আনন্দও যেন আরও বহুগুন ছাপিয়ে পড়েছে।