মিয়ানমারের সাধারণ নির্বাচনের ফল ঘোষণা করা হবে আজ সোমবার। চলছে শেষ মুহূর্তের ভোট গণনার কাজ। রবিবার বিকালে চারটায় ভোট গ্রহণ শেষের পর বুথে ভোট গণনার কাজ শুরু হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পর্যবেক্ষকদের কড়া নজরদারিতে চলছে ভোট গণনা।
বহু প্রতীক্ষিত এই নির্বাচনকে নিয়ে মিয়ানমারে টান টান উত্তেজনা বিরাজ করলেও কোথাও কোনো বিশৃঙ্খলার খবর এখনও পাওয়া যায়নি। প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানালেও ইউরোপীয় ইউনিয়ন বা স্থানীয় পর্যবেক্ষক দল দাবি করছে ৪৬ হাজার ভোট কেন্দ্রে তিন কোটি ৩৫ লাখ ভোট পড়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৫৯