ইউ থিন কিয়াও-কে মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দিয়েছে অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। আজ বৃহস্পতিবার নানা জল্পনা কল্পনা শেষে অং সান সু চির দল তার নাম ঘোষণা করে।
দেশটির পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন এই নিয়ে অং সান সু চির বিকল্প হিসেবে অনেক দিন ধরেই চলছিল নানা গুঞ্জন। দীর্ঘদিন সামরিক শাসনের পর গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে এসেছে দেশটি। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েও প্রেসিডেন্ট হতে পারছেন না সু চি। কারণ সু চির স্বামী বিদেশি নাগরিক। আর দেশটির সংবিধান অনুযায়ী কারো স্বামী বা সন্তান বিদেশি নাগরিক হলে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না।
এ কারণেই নির্বাচনে বিজয়ী সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) থেকে প্রেসিডেন্ট হিসেবে ইউ থিন কিয়াও নাম ঘোষণা করা হলো। স্কুলজীবনের বন্ধু এ মানুষটি ( ইউ থিন কিয়াও) সু চির ব্যক্তিগত চালক হিসেবে পরিচিত।
এছাড়া সু চির খুব বিশ্বস্ত এই পরামর্শক দলনেত্রী এবং দলের প্রতি খুবই শ্রদ্ধাশীল। মিয়ানমারের খ্যাতনামা লেখক ও কবি মিন থু উনের ছেলে থিন কিউয়ের বয়স ৬৯ বছর। সু চি পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী তিনি। এছাড়া ইউ থিন কিয়াও-এর স্ত্রী এনএলডির এমপি। ১৯৬২ সালে অর্থনীতিতে ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী লাভ করেন।