প্রাচীন মিসরের রানী ক্লিওপেট্রা সাপের কামড়ে মারা গিয়েছিলেন বলে যে ধারণাটি প্রচলিত আছে, তা ‘অসম্ভব’ বলে উড়িয়ে দিয়েছেন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিবিসি জানিয়েছে, ডুমুর ফলের ঝুড়িতে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপের কামড়ে ক্লিওপেট্রার মৃত্যু নিয়ে যেসব গল্প প্রচলিত রয়েছে, সেগুলো সব এক করে এখন সত্যতা যাচাইয়ের চেষ্টা করছেন মিসরীয় পুরাতাত্ত্বিক ও সাপ বিশেষজ্ঞদের একটি দল। তাদের বিশ্বাস, রানীকে হত্যা করার মতো যথেষ্ট বড় একটি সাপ এত ছোট জায়গায় লুকিয়ে থাকবে, এটা কখনোই সম্ভব নয়। এছাড়া পরপর তিনবার সাপের কামড়ে ক্লিওপেট্রার মৃত্যু হয়েছিল, এমন ধারণারও কোনো গ্রহণযোগ্যতা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খ্রিস্টপূর্ব ৩০ সালে ৩৯ বছর বয়সে মৃত্যু হয়েছিল তৎকালীন মিসরের শাসক ক্লিওপেট্রার। রোমান সাম্রাজ্যে ক্ষমতার কোন্দলে জড়িয়ে পড়েছিলেন তিনি। কিন্তু তার জীবন ও মৃত্যু জনপ্রিয় পুরাকাহিনীর অংশে পরিণত হয়েছে, কৌতূহলোদ্দীপক যে বিষয়টি নিয়ে গবেষণার পাশাপাশি নির্মিত হয়েছে অসংখ্য চলচ্চিত্র।