মিশেলের সঙ্গে বিয়ে করাটাই আমার জীবনের সেরা সময়। সমকামী বিয়ের আইনি বৈধতার উদযাপন করতে গিয়ে একথা বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিয়ের সময়টাকে ‘বেস্ট উইক’ আর কন্যাদের জন্মের সমটাকে ‘এক্সিলেন্ট উইক’ আখ্যা দিলেন ওবামা।
আমেরিকায় সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক নির্দেশ দেওয়ার সময়টাকে সেরা সময় বলে উল্লেখ করা হচ্ছে। সেই প্রসঙ্গে প্রশ্ন করাতেই এই উত্তর দিয়েছেন ওবামা। তবে তিনি উল্লেখ করেছেন দীর্ঘদিনের একতা কাজ সমাপ্ত হয়েছে এই সপ্তাহে। তবে মানুষকে উচ্ছ্বসিত হতে দেখে খুশি তিনি। মানুষ ভালোবাসার অধিকার পেয়েছে বলে মনে করছেন ওবামা।
পোস্টটি যতজন পড়েছেন : ১০৭