২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মিশরের সিনাইয়ে বিদ্রোহীদের হামলায় নিহত ৫০

মিশরের সিনাইয়ে সামরিক বাহিনীর বেশ কয়েকটি চেক পয়েন্টে বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছেন অন্তত ৫০ জন। এদের মধ্যে ৩০ জন সেনাসদস্য বলে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বুধবার উত্তর সিনাইয়ের অন্তত ৫টি চেকপয়েন্টে প্রায় ৭০ জন যোদ্ধা একযোগে হামলা চালায়। সংঘর্ষে কমপক্ষে ২২ যোদ্ধা নিহত হয়েছেন বলে জানা গেছে।

সেই সঙ্গে, তাদের ব্যবহৃত তিনটি যান ধ্বংস করা হয়েছে বলেও জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এছাড়াও, শেখ জায়েদ শহরের একটি পুলিশ স্টেশনেও বিদ্রোহীরা হামলা চালিয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। সেখানে একটি গাড়িবোমা হামলা চালানো হয় বলেও বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ