
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুই বিদেশি নাগরিক খুনের ঘটনা সুষ্ঠু তদন্ত না করেই সরকার ‘বিরোধী দলকে’ ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত করতে অপপ্রচার শুরু করেছে। বিরোধী দল ও মতকে দমন করার রাজনৈতিক উদ্দেশে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা ও অন্য নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে, তাঁদের নামে মিথ্যা মামলা দেয়া হচ্ছে।’
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা বিদেশি নাগরিকদের ঘৃণ্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছি এবং অবিলম্বে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছি। সরকার বরাবরের মতোই তাদের ব্যর্থতা ঢাকবার জন্য, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করে বিরোধী দল ও মতকে দমন করতে চাইছে।’
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাসপাতালে ফিরিয়ে আনার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন কারাবন্দী রুহুল কবির রিজভী অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তাঁকে অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে কারাগারে নেয়া হয়েছে। এটা নির্যাতন ছাড়া কিছু নয়।
পোস্টটি যতজন পড়েছেন : ১০৫