আর্থনিউজ২৪: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়েছে।
কাশিমপুর কারাগার পাট-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, ঢাকা থেকে বুধবার বেলা পৌনে ১টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাশিমপুর কারাগার পাট-২ এ আনা হয়েছে। পুলিশের কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে তাকে ঢাকা থেকে কারাগারে আনা হয়। মির্জা ফখরুলকে কাশিমপুর কারাগার পাট-২ এ ডিভিশন ভবনে রাখা হয়েছে বলেও জানান তিনি।
পোস্টটি যতজন পড়েছেন : ৬৭