১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর

আর্থনিউজ২৪: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

পল্টন থানায় দায়ের করা নাশকতার ৩টি মামলায় আদালত ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন মঙ্গলবার এ আদেশ দেন।

এর আগে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসের আদালতে মির্জা ফখরুল তার আইনজীবী এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্নসমর্পণ করে জামিনের আবেদন করেন।

এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ সোমবার সকা‌লে ফখরুলের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানি শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এ সময় দুই সপ্তা‌হের ম‌ধ্যে শুনা‌নি নিষ্প‌ত্তির নি‌র্দেশ দেওয়া হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ