[english_date]

মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী মোশাররফ হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ছাত্রদল নেতা বলে জানা গেছে।

সোমবার দিনগত রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে, তার আগেই নিহতের স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মোশাররফ হোসেন মোটরসাইকেল চালিয়ে উপজেলার কাটাছড়া ইউনিয়নে তার বাড়ি ফিরছিলেন। এ সময় মিঠাছড়া বাইপাস এলাকায় দ্রুতগামী একটি গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হলে মোশাররফকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ