এস এম জাকারিয়া (মিরসরাই, চট্টগ্রাম)
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় নয়টিলা মাজারের নিকটস্থ আগর বাগান এলাকায় জয়নাল আবেদিন জানু (৪০) নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ২৬ নভেম্বর ২০১৭ রবিবার বেলা ১২ টায় উদ্ধার হওয়া উক্ত ব্যক্তি ছাগল নাইয়া পৌরসভার জনৈক মৃত মনির আহম্মদের পুত্র। চার সন্তানের জনক জয়নাল পেশায় ভ্যান চালক ছিলো। গত ৫ দিন আগে সে বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ জানান, বেলা এগারোটার দিকে আগর বাগান এলাকার স্থানীয় লোকজন সূত্রে জানাতে পারি আনুমানিক ৪০ বছর বয়স্ক এক ব্যক্তির লাশ পড়ে আছে। সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর তার পরিচয় নিশ্চিত হই। লাশের সুরতহালের পর দেখা যায় তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নিহতের স্ত্রী বিবি আয়েশা ও পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ চমেকে পাঠানো হবে।
মিরসরাইয়ে নয়টিলা মাজার এলাকায় এক ব্যক্তির লাশ উদ্ধার
