[english_date]

এবার গাজীপুরে জঙ্গি আস্তানা, র‌্যাবকে লক্ষ্য করে গ্রেনেড হামলা

মিরপুর, চট্রগ্রামের পর এইবার গাজীপুরে জঙ্গি আস্তানায় হানা। গাজীপুরে জঙ্গিদের নতুন একটি আস্তানা খুঁজে পেয়েছে র‌্যাবপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আস্তানায় তল্লাশি চলাকালে র‌্যাবকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালিয়েছে জঙ্গিরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালিয়েছে। রোববার রাত ১১টায় গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় এ অভিযান শুরু হয়।

র‌্যাবের মিডিয়া উইং থেকে এক খুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। বার্তায় জানানো হয়, অভিযানকালে জঙ্গিরা বোমা নিক্ষেপ করলে র‌্যাব পাল্টা গুলি চালায়। এখনও অভিযান চলছে।

বার্তায় আরও জানানো হয়, র‌্যাব-১ অপারেশনে আছে। র‌্যাব-১ এর সিপিসি-২ অপারেশন চালাচ্ছে। র‌্যাব সদর দফতর থেকে একটি লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার টিম সেখানে যাচ্ছে।

অভিযান চলছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ