মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বাইরে সকাল থেকেই লম্বা লাইন। অনেকে আবার লাইনে দাঁড়িয়েছিলেন ঢাকার বাইরে থেকে এসেও।
তাদের আশা ছিল, এক নম্বর গেটের পাশের বুথে পাওয়া যাবে বিপিএলের টিকিট। ঘরোয়া ক্রিকেট হোক বা আন্তর্জাতিক সাধারণত টিকিট পাওয়া যায় ওখানেই।
রোববার সকাল দশটা পার হলেও টিকিট পাননি গ্যালারিতে বসে বিপিএল দেখার আশায় থাকা ক্রিকেট ভক্তরা। এরপরই তারা বিসিবির দুই নম্বর গেটের সামনে আসেন।
বেশ কিছুক্ষণ বিক্ষোভ করে গেট ভাঙার চেষ্টা করতেও দেখা যায় তাদের। সোমবার থেকে বিপিএল শুরু হলেও এখনও অবধি টিকিটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, অনলাইনেই বেশির ভাগ টিকিট পাওয়া যাবে। জানা গেছে, এর পাশাপাশি স্পনসর একটি ব্যাংকের সাতটি বুথেও পাওয়া যাবে টিকিট।
এবারের বিপিএলের মূল্য তালিকা অবশ্য টুর্নামেন্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা। ক্লাব হাউজ ৮০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২০০০ টাকা।