মিনা ট্রাজেডির তদন্ত চান ইরানের প্রেসিডেন্ট; সৌদি রাষ্ট্রদূত তলব
সৌদি আরবের মিনায় শয়তানকে প্রতীকি পাথর মারার সময় প্রচণ্ড ভিড়ের চাপে শত শত হাজি হতাহত হওয়ার ঘটনায় তদন্ত দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
নিউ ইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন বিষয়ক শীর্ষ সম্মেলনে আজ (শনিবার) বক্তৃতা করার সময় তিনি এ তদন্তের আহ্বান জানান। মিনার হৃদয়বিদারক ঘটনায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন এবং হতাহতদের প্রতি সমবেদনা জানান। গত ২৪ সেপ্টেম্বর মিনার ওই দুর্ঘটনায় ১৩৬ জন ইরানি হাজি নিহত হয়েছেন। এছাড়া, অন্তত ১০২ জন আহত ও ৩৪৪ জন নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন, এবার হজের সময় মিনায় এবং তার আগে যে হতাহতের ঘটনা ঘটেছে তার কারণও তদন্ত করে দেখা উচিত। এছাড়া, এসব ঘটনায় যেসব মানুষ আহত হয়েছেন তাদের কী ধরনের চিকিৎসা চলছে সে বিষয়ে দ্রুত খবর জানানো দরকার।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফও আজ মিনা দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র যে জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে সেখানে তিনি হজের উন্নত ব্যবস্থাপনার উপায় নিয়ে আলোচনা করবেন।
অন্যদিকে, মিনার ঘটনায় প্রতিবাদ জানানোর জন্য তেহরানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে আজ আবারো তলব করা হয়েছে। এ নিয়ে তাকে তৃতীয় দফা তলব করল ইরান। এ সময় ইরান হাজিদের বিষয়ে ফলোআপ করা এবং নিখোঁজ হাজিদের ভাগ্যে কী ঘটেছে তা দ্রুত জানানোর জন্য সৌদি রাষ্ট্রদূতকে বলেছে।