১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মিনায় নিহতের তালিকায় স্টোকের ফুটবলারের মা

ইংলিশ ক্লাব স্টোক সিটির ফুটবলার মামে দিওফের মা হজে মিনায় পদদলিত হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।  দিওফের ক্লাব তাকে এই ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতিতে সমবেদনা জানিয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর মিনায় পদদলিত হয়ে অনেক হতাহতের ঘটনা ঘটে। সৌদি কর্তৃপক্ষ নিহতর সংখ্যা ৭৬৯ দাবি করলেও বিদেশী গণমাধ্যম ও কর্মকর্তারা এই সংখ্যা ১ হাজারের অধিক বলে দাবি করছে। সেনেগালের ফরোয়ার্ড মামে দিওফের মা সেই নিহতদের একজন। এই দুর্ঘটনায় দিওফকে সমবেদনা জানিয়ে ক্লাব তার আনুষ্ঠানিক বিবৃতিতে বলে, দিওফের এই দুঃসময়ে আমরা আন্তরিক সমবেদনা জানাই। তার এই কঠিন সময়ে তাকে সমস্ত সমর্থন দেবে ক্লাব।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ