মিনায় নিহতদের মধ্যে কোন দেশের কতজন ? সৌদি আরবের মিনায় বৃস্পতিবারে পদদলিত হয়ে নিহতদের মধ্যে কোন দেশের হাজি বেশি তা এখনো বলেনি সৌদি কর্তৃপক্ষ।
তবে ইরান বলছে, নিহতদের মধ্যে তাদের নাগরিকই বেশি।
মিনায় ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ৭১৭ জন হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়ে সৌদি সরকার। এছাড়া আহত হয়েছেন ৮৬৩ জন।
সৌদি কর্মকর্তারা বলছেন, ভিড়ের চাপ এবং হুড়োহুড়ির কারণে অনেক হাজি পদদলিত হয়ে মারা গেছেন।
শুক্রবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইরান দাবি করেছে, মিনায় পদদলিত হয়ে তাদের ১৩১ জন হাজির মৃত্যু হয়েছে। দেশটির সর্বোচ্চ ধমীয় নেতা আয়াতুল্লাহ আলী-খামেনি বলেছেন, এই প্রাণহানির জন্য অবশ্যই সৌদি সরকারকে দায়িত্ব নিতে হবে।
এদিকে মরক্কো বলছে, মিনায় পদদলিত হয়ে তাদের ৮৭ জন হাজি প্রাণ হরিয়েছেন। এছাড়া ভারতের ১৪ জন, পাকিস্তানের ৭ জন, আলজেরিয়ার ৩ জন, ইন্দোনেশিয়ার ৩ জন, ফিলিপাইনের ২ জন এবং নেদারল্যান্ডের এক জন হাজি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে সৌদি সরকার নিহত হাজিদের পরিচয় এবং তাদের নাগরিকত্ব সম্পর্কে এখনো কিছুই জানায়নি।
মিনার ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে কতজন বাংলাদেশি- তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে এখনো৪০ জন বাংলাদেশী হাজি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন সৌদি আরবে বাংলাদেশের কনসাল জেনারেল।
























