মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় ঘটা দুর্ঘটনার পর থেকে ৪০ জন বাংলাদেশী হাজি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন সৌদি আরবে বাংলাদেশের কনসাল জেনারেল।
ওই ঘটনায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৭১৭ জন হাজি। এদের মধ্যে ৪ জন বাংলাদেশীও রয়েছেন। তারা হলেন, জামালপুরের ফিরোজা বেগম, ফেনীর তাহেরা বেগম ও নুরুনবী মিন্টু এবং সুনামগঞ্জের জুলিয়া হুদা।
মৃত্যুর ঘটনায় এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে সৌদি সরকার।
মিনা ট্র্যাজেডির জন্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, সৌদি সরকারকে এ ঘটনার দায় অবশ্যই নিতে হবে।
ইরানের হজ সংস্থা ওহাদি দাবি করেছে পাথর ছোঁড়ার স্থানটিতে যাওয়ার ৫টি রাস্তার মধ্যে ২টি বন্ধ ছিলো বলেই দুর্ঘটনা ঘটে।
পোস্টটি যতজন পড়েছেন : 260