১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মিক্সড ডাবলসে সানিয়ার বিদায়

ফ্লাশিং মিডোয় মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন গতবারের চ্যাম্পিয়ন সানিয়া মির্জা ও তাঁর ব্রাজিলীয় পার্টনার ব্রুনো সোয়ারেজ৷ শীর্ষ বাছাই ইন্দো-ব্রাজিলীয় জুটি হারে অবাছাই জুটির কাছে৷
মরশুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে গতবারের চ্যাম্পিয়ন সানিয়া-ব্রুনো জুটি স্ট্রেট সেটে হারে (৩-৬,৩-৬) অবাছাই আন্দ্রে লাভাকোভা ও লুকাস কুবট জুটির কাছে৷ মাত্র ৬৫ মিনিটেই থেমে যায় শীর্ষ বাছাই জুটি৷ মিক্সড ডাবলস থেকে ছিটকে গেলও মহিলা ডাবলসে প্রথম রাউন্ডের গণ্ডি টপকেছে উইম্বলডন চ্যাম্পিয়ন সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি৷
শুক্রবার এর আগে পুরুষ ডাবলসের দ্বিতীয় রাউন্ডে ছিটকে গিয়েছেন লিয়েন্ডার পেজ ও তাঁর স্প্যানিশ পার্টনার ফার্ন্ডানো ভারদাস্কো৷ তিন সেটের লড়াইয়ে মার্কিন জুটির কাছে হারে ইন্দো-স্প্যানিশ জুটি৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ