মায়ের পথে এগোচ্ছে কঙ্কনা। “অভিনয় করি কিন্তু হিরোইন হওয়া আমার কোনদিনই পছন্দের ছিল না, আমি ছবি তৈরি করতে চাই” জানালেন কঙ্কনা। খবর তো আগেই ছিল ছবি পরিচালনায় আসছেন নায়িকা। কিন্তু এখন শোনা যাচ্ছে, এই ছবির চিত্রনাট্যও লিখেছেন তিনি। যা সম্প্রতি ন্যাশনাল ফিল্ম ডেভলপমেণ্ট কর্পোরেশন-দ্বারা নির্বাচিত হতে ছবি তৈরির অনুমোদন পেয়েছে।
সম্পূর্ণ নারী কেন্দ্রিক একটি ছবি। যেখানে দেখানো হবে মেয়েদের অধিকার, তাঁদের দাবী, তাঁদের কথা। “ডেথ ইন এ গঞ্জ”- সিনেমার নাম দিয়েছেন কঙ্কনা। টানা দু’বছর ধরে ছবির স্ক্রিপ্ট লিখেছেন নায়িকা। কঙ্কনার কথায়, “আমি কোনদিনই লেখিকা ছিলাম না কিন্তু আমি একটি পুরো ছবির স্ক্রিপ্ট লিখেছি। এটা আমার কাছে রীতিমতো অ্যাচিভমেন্ট”।
শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। তবে ছবির কলাকুশলীদের সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। সূত্রের খবর, খুব শীঘ্রই মুক্তি পাবে “ডেথ ইন এ গঞ্জ”।