১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাহমুদুর রহমানের মুক্তি চেয়ে মানববন্ধন

মাহমুদুর রহমানশনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি চেয়ে মানববন্ধন করেছে আমার দেশ পরিবারের সদস্যরা

এসময় বক্তারা জানান, সব মামলায় জামিন পেলেও সরকারের হস্তক্ষেপের কারণে মাহমুদুর রহমানকে মুক্তি দেয়া হচ্ছে না। এ ব্যাপারে তারা প্রধান বিচারপতির সহযোগিতা কামনা করেন।

আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, প্রধান বিচারপতি বিচারাঙ্গনের পরিবেশ রক্ষায় সচেষ্ট হয়েছেন। আশা করি তিনি মাহমুদুর রহমানের ব্যাপারেও একটি ন্যায়সঙ্গত উদ্যোগ নেবেন।

মানববন্ধনে কবি ও গবেষক ফরহাদ মজহার বলেন, সব মামলায় জামিন পাওয়ার পরও মাহমুদুর রহমানকে মুক্তি না দেয়া মানবাধিকার লঙ্ঘন। এ ব্যাপারে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, জামিন না দিলে তাকে মাহমুদুর রহমানের খুব বেশি ক্ষতি হবে না। ক্ষতি হবে সরকার, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক ও সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী বলেন, মাহমুদুর রহমান তিন বছর আগে বলেছিলেন ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। সেজন্য তাকে জেলে যেতে হয়েছে। তখন অনেকে বলেছিলো তাকে ধরেছে আমাদের কি? কিন্তু সেই ফ্যাসিবাদ এখন অন্য সম্পাদকদের ওপরও ছড়িয়ে পড়ছে। কোনো সম্পাদক পত্রিকায় থাকবেন কি থাকবেন না তা মন্ত্রীরা নির্ধারণ করে দিচ্ছেন। পদত্যাগ করতে বলছেন। আমরা এরও নিন্দা জানাই। তিনি অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেন।

মানববন্ধনে বিএফইউজে মহাসচিব এম আব্দুল্লাহ, সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, শহিদুল ইসলাম, জাহেদ চৌধুরী, কাদের গণি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ