
সব মামলায় জামিন পাওয়ার পরও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর নিন্দা জানিয়েছে বিএনপি। তার মুক্তির ব্যাপারে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছে দলটি।
আজ সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি অভিযোগ করেন, জাতীয়তাবাদী শক্তির প্রতি আওয়ামী শাসকগোষ্ঠীর নির্মম নীতি হচ্ছে-এই শক্তিকে দাবিয়ে রাখতে হবে, ধ্বংস করতে হবে। ভোটারবিহীন সরকারের যেহেতু জনসমর্থন নেই, তাই তাদের জনসাধারণের প্রতি নীতি হচ্ছে-মানুষকে বশ মানাতে বল প্রয়োগ করা।[ad id=”28167″]
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলম ও শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘সব মামলায় জামিন হওয়ার পরও সাজানো নতুন মামলায় ফের আটক রাখা হয়েছে মাহমুদুর রহমানকে। বিচারিক ইতিহাসে এটা ন্যাক্কারজনক কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে। ক্ষমতাসীনরা নিম্ন আদালতকে নিজেদের কব্জায় নেওয়ার জন্য অনেক দিন ধরে ষড়যন্ত্র করছিল। আজ তাদের সেই ষড়যন্ত্রে সফল হয়েছে। নিম্ন আদালতকে তারা নিজেদের কব্জায় নিয়েছে। এদেশে মৃত মানুষ ছাড়া কেউ সত্য কথা বলতে পারবে না। সত্য কথা বললে মাহমুদুররহমানের মত অবস্থা হবে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকারের একটি নীতি আছে আর এই নীতি হলো, বিএনপিকে দাবিয়ে রাখা ও ধ্বংস করার নীতি। ক্ষমতাসীনরা গণতন্ত্রকে সংঙ্কুচিত করে রেখেছে। ফলে যে কোনো সময় আমরা দুর্ঘটনার সম্মুখীন হতে পারি।’
তিনি বলেন, গতকাল জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়েছে। আমি দলের পক্ষ থেকে তাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তি দাবি করছি।
প্রসঙ্গত, গতকাল রবিবার প্রায় ৭০টি মামলার সবগুলোতে জামিন লাভ করেন মাহমুদুর রহমান। তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন আইনজীবীরা। তবে রবিবার রাতে শাহবাগ থানার একটি মামলায় মাহমুদুর রহমানকে নতুন করে গ্রেপ্তার দেখানোয় আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি।