১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তথ্যপ্রযুক্তি আইনে মাহমুদুর রহমানের জামিন বহাল

মাহমুদুর রহমানতথ্যপ্রযুক্তি আইনের (আইসিটি) মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ৭০টি মামলার সব কয়টিতেই তিনি জামিন পেয়েছিলেন। কিন্তু সম্প্রতি আইসিটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর সরকার আপিল বিভাগে চেম্বার জজের কাছে গেলে জামিন স্থগিত হয়ে যায়।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তার জামিন বহাল রেখে এ আদেশ দেন।[ad id=”28167″]

বিচারপতির সঙ্গে স্কাইপ কথোপকথন পত্রিকায় প্রকাশের অভিযোগে ২০১২ সালের ১৩ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে মাহমুদুর রহমান ও পত্রিকাটির প্রকাশক মো. হাসমত আলীর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। এই মামলায় মাহমুদুর রহমানের জামিন আবেদন বাতিল করে দেয় নিম্ন আদালত। পরে হাইকোর্টে আবেদন করলে সম্প্রতি মাহমুদুর রহমানকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়। এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিলে বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ এই আবেদন খারিজ করে দেয়া।

আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও  মাহমুদুরের পক্ষে এ জে মোহম্মদ আলী শুনানি করেন। শুনানি শেষে জামিন আদেশ বহাল রাখা হয়।

ফলে মাহমুদুর রহমানের মুক্তির ব্যাপারে এখন আর কোনো বাধা রইলো না। তবে বিটিআরসি’র দায়ের করা একটি মানহানি মামলায় সিএমএম আদালত প্রোডাকশন ওয়ারেন্ট (পিডবিøউ) প্রত্যাহার আদেশ না দিয়ে তাকে জেল থেকে মুক্তির ব্যাপারে বাধার সৃষ্টি করছে। ওই মামলায় রোববার সকালেই মাহমুদুর রহমানকে কাশিমপুর কারাগার থেকে সিএমএম আদালতে হাজির করার কথা রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ