
ডেইলী স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ সোমবার দুপুরে দিনাজপুরের একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সরবরাহ করা সংবাদ পরিবেশনের অভিযোগে গতকাল রোববার মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা দায়ের করেন আইজীবী সামশুর রহমান পারভেজ।
দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আহসানুল হকের আদালতে দায়ের করা মামলায় আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ-এর একটি টক শোতে অংশ নিয়ে মাহফুজ আনাম সংবাদ প্রকাশের ব্যাপারে তার ভুল স্বীকার করেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ডিজিএফআইয়ের সরবরাহ করা সংবাদ প্রচার করা ঠিক হয়নি বলে অকপটে স্বীকার করে নেন তিনি। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগও আনা হয়েছে। গতকাল রোববার একদিনে তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে ১৩টি মামলা।