৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাসপাতালে ভর্তি মাশরাফি

কয়েক দিন আগে জানিয়েছিলেন জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে খেলার সংকল্পের কথা। সেভাবে প্রস্তুতি নিয়ে শুক্রবার খুলনায় যাওয়ার কথা ছিল মাশরাফি বিন মুর্তজার। কিন্তু ক্রিকেট মাঠে নয়, হাসপাতালে যেতে হয়েছে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ককে। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন মাশরাফি। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন মাশরাফি। তাঁকে দেখতে এখন হাসপাতালে যাচ্ছি আমি।’

দুর্ভাগ্য যেন মাশরাফির চিরসঙ্গী। দুই হাঁটুতে সাত-সাতটা অস্ত্রোপচারের ধকলকে পেছনে ফেলে খেলার মাঠে নিজেকে উজাড় করে দিচ্ছেন। তাঁর অসাধারণ নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট পেয়েছে নতুন আলোর দিশা। বিশ্বকাপে সাফল্য, ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে উত্তরণ, সুবাদে দীর্ঘ এক দশক পর চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার সুযোগ—সবকিছুই ‘নড়াইল এক্সপ্রেস’ নামে পরিচিত মাশরাফির অধিনায়কত্বে।

কিন্তু অনেকের মতেই বাংলাদেশের সেরা পেসার দুর্ভাগ্যের শিকারও হচ্ছেন বারবার। গত জুনে বাংলাদেশের প্র্যাকটিসে অংশ নিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যাওয়ার পথে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে হাতে আর পায়ে ব্যথা পেয়েছিলেন। অনেক সংশয়-উৎকণ্ঠা শেষে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন অবশ্য।

ক্যারিয়ারের শুরুতেই তাড়া করে বেড়ানো চোটের যন্ত্রণা থেকে অনেক দিন ধরেই মুক্ত মাশরাফি। এক বছর ধরে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দৃঢ়তার সঙ্গে। হাঁটুর অবস্থা আগের চেয়ে অনেক ভালো হওয়ায় টেস্ট ক্রিকেটে ফেরার স্বপ্নও দেখছিলেন। কয়েক দিন আগে জানিয়েছিলেন, ‘এখন আমার ফিটনেস খুবই ভালো অবস্থায় আছে। তাই আমি খেলা চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছি। এমনকি টেস্ট ক্রিকেটে খেলার চিন্তাভাবনাও করছি। আপাতত জাতীয় ক্রিকেট লিগে খেলে ফিটনেস কী অবস্থায় আছে, তা দেখতে হবে।’

টেস্ট ক্রিকেটে ফেরার প্রথম ধাপ হিসেবে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে খেলতে চেয়েছিলেন। কিন্তু আবারো দুর্ভাগ্যের শিকার হয়ে বাংলাদেশ ক্রিকেটের স্বপ্ন-সারথি এখন হাসপাতালের বিছানায়।

আর্থনিউজ২৪/সাঃ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ