মেলবোর্ন বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। শুক্রবার গভীর রাতে বিমানটি জরুরি অবতরণের ঘটনা ঘটে। মেলবোর্ন বিমানবন্দর সূত্রের খবর, মেলবোর্ন থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাচ্ছিল যাত্রীবাহী ১৪৮ নম্বর মালয়েশিয়া বিমানটি। উড়ান শুরু করার আগে হঠাৎ বিমানের ইঞ্জিন থেকে সংকেত আসে যে বিমানটিতে আগুন লেগেছে। ফলে জরুরি অবতরণ করা হয় বিমানটির। তবে বিমানবন্দরেই প্রাথমিক তল্লাসির পরে মেলেনি কিছুই। বিমানবন্দর তরফে গিলিটি বলেন, “বিমানটির জরুরি অবতরণের জন্য হঠাৎ করে যাত্রীদের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।”
শেষে বিমানটির জ্ব্বালানি খালি করে বিমানটি কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেয়।
পোস্টটি যতজন পড়েছেন : ২১১