মালয়েশিয়ার দক্ষিণ উপকূলে ঢোকার মুখে ডুবে গেল ১০০ জন যাত্রী সহ একটি বোট। সমুদ্রে নিরাপত্তারক্ষী বাহিনীর কথায়, বৃহস্পতিবার সকালেই মালয়েশিয়া ঢোকার মুখে ডুবে যায় নৌকাটি। এখনও কোনও মৃত্যুর খবর না পাওয়া গলেও মনে করা হচ্ছে যাত্রীদের সকলেই অনধিকার অনুপ্রবেশকারী। যাত্রীদের খোঁজে তল্লাশি শুরু করেছে উদ্ধারকারী দল।
মালয়েশিয়ার দক্ষিণ উপকূল দিয়ে তারা মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা করছিল। সম্ভাবত ক্ষমতার থেকে বেশি যাত্রী নিয়েই ডুবেছে নৌকাটি, বলছেন হাপম্যান নামের এক মালয়েশিয়া পুলিশ। উল্লেখ্য, গত কয়েকমাসে প্রায় চার হাজার অনধিকার অনুপ্রবেশকারী মলেয়েশিয়ায় ঢুকেছে বলে খবর।
মালয়েশিয়াই একা নয়। ইউরোপ জুড়ে প্রচুর অভিবাসী বিভিন্ন দেশে ঢোকার চেষ্টা করছেন। ইতিমধ্যেই গোয়েন্দাদের তরফে বিভিন্ন দেশকে সতর্ক করা হয়েছে। প্রবেশকারীদের মধ্যে বেশিরভাগই মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বাসিন্দা বলে খবর।
পোস্টটি যতজন পড়েছেন : 445