৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সন্ধান কি মিলল?

অজানা রহস্যে খাবি খাচ্ছে এমএইচ৩৭০। নিখোঁজ হওয়ার এক বছরেও সমাধান হয়নি এমএইচ৩৭০ অন্তর্ধান রহস্য। সব জল্পনা ফের উস্কে বুধবার এক বিবৃতি দিয়েছে আমেরিকা। তাদের তদন্তকারী দল ভারত মহাসাগরে ভেঙে পড়া এমএইচ৩৭০-এর যন্ত্রাংশ খুঁজে পেয়েছে। তবে যে যন্ত্রাংশ পাওয়া গিয়েছে সেগুলি আসলে এমএইচ৩৭০-এরই কিনা সে সম্পর্কে নিশ্চিত নয় মার্কিন তদন্তকারী সংস্থা।

 সূত্রের খবর, খুঁজে পাওয়া বিমানের যন্ত্রাংশের আগে লেখা মিলেছে ৭৭৭। যেটা কেবল এমএইচ৩৭০-এর গায়েই থাকা সম্ভব। এই ৭৭৭ লেখা ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, গত ৮ মার্চ ২৩৯ জন আরোহী-সহ মধ্য আকাশ থেকে নিখোঁজ হয়ে যায় মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান এমএইচ৩৭০। এরপরে কয়েক মাস কেটে গেলেও এখনও ওই বিমানের কোনও হদিশ পাওয়া যায়নি।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ