২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মালালার উপর হামলার কোন প্রমাণ না পাওয়াতে মুক্তি পেল অভিযুক্তরা

পাক প্রশাসনের তদন্তের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ বাড়িয়ে তুলে ছাড়া পেয়ে গেল নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাইয়ের উপর হামলা চালানোয় অভিযুক্ত ৮ তালিবান জঙ্গি।

প্রমাণের অভাবে  এই জঙ্গিরা ছাড়া পেয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। জঙ্গি মুক্তির ঘটনার কথা জানাজানি হতেই তোলপাড় শুরু হয়েছে বিশ্ব জুড়ে।

পাক প্রশাসন সূত্রে খবর, গত এপ্রিলে মালালার উপর হামলা চালানোর অভিযোগে ১০ জন তালিবান জঙ্গিকে দোষী সাব্যস্ত করে পাকিস্তানের সন্ত্রাস দমন আদালত। অভিযুক্তদের ২৫ বছর কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।

সোয়াট প্রদেশের পুলিশ আধিকারিক সেলিম মারওয়াত জঙ্গি মুক্তির ঘটনার কথা স্বীকার করেছেন। ওই আধিকারিক আরও জানিয়েছেন, ৮ জঙ্গি মুক্তি পেলেও হামলায় অভিযুক্ত দুই জঙ্গি দোষী সাব্যস্ত হয়েছে।

২০১২ সালে পাকিস্তানের উত্তর-পশ্চিমের সোয়াট প্রদেশের মিনগোরা শহরে মালালার উপর হামলা চালানো হয়। হামলার দায় স্বীকার করে তেহরিক-ই-তালিবান (পাকিস্তান)-এর ফজলুলাহ গোষ্ঠীর জঙ্গিরা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে মালালার উপর হামলা চালানো হয়। হামলায় মালালা ছাড়াও গুরুতর আহত হয় আরও দুই ছাত্রী।

মাথায় গুলি লাগে মালালার। ব্রিটেনে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠে মালালা। পাকিস্তানে মেয়েদের শিক্ষা প্রসারের উপর জোর দেওয়ার জন্যই মালালার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এর পর গত ২০১৪ সালে ঘটনায় অভিযুক্ত ১০ জঙ্গিকে গ্রেফতারের কথা ঘোষণা করে পাক প্রশসন। গোটা ব্যাপারটাই গোপন রাখা হয়। কোথা থেকে ওই জঙ্গিদের ধরা হয় তা চুড়ান্ত গোপন রাখা হয় প্রশাসনের তরফে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ