সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছেন, জীবনে অনেকবার ভুল করেছি। কিন্তু এসব ভুল নিয়ে কোনো আফসোস নেই। ভুল নিয়ে ভীত হতে নেই। ভুলে মনোযোগ না দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কাজে সকলের মনোযোগ বাড়ানো উচিত।
জীবনের কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে আফসোস আছে কিনা এই প্রশ্নের জবাবে জাকারবার্গ এসব কথা বলেন। বুধবার ভারতের দিল্লিতে অবস্থিত বিখ্যাত প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান আইআইটিতে এক অনুষ্ঠানে এক শিক্ষার্থী ওই প্রশ্ন করেন। অনুষ্ঠানটিতে ৯০০ শিক্ষার্থীর সামনে তাদের নানা প্রশ্নের উত্তর দেন জাকারবার্গ। আরেক প্রশ্নের উত্তরে জাকারবার্গ বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইন্টারনেট কমিউনিটি ভারত। বর্তমানে ১০০ কোটির বেশি ব্যবহারকারীএই ওয়েবসাইটের পরবর্তী শত কোটি ব্যবহারকারী নিশ্চিত করতে ভারতকে প্রয়োজন হবে বলে মন্তব্য করেন তিনি।
ইন্টারনেট ডট ওআরজি নেট নিউট্রালিটি বা ইন্টারনেট সমতার বিরোধী কিনা এই প্রশ্নের জবাবে জাকারবার্গ বলেন, বিনামূল্যে পুরো ইন্টারনেট দেয়া ব্যয়বহুল। সেজন্য ইন্টারনেট ডট ওআরজির মাধ্যমে মৌলিক কিছু সেবা দেয়া হচ্ছে। এদিকে, ইন্টারনেট সমতার জন্যও আমরা কাজ করছি। মানুষ যাতে পুরো ইন্টারনেটে যেতে পারে এ নিয়েও আমাদের ভাবনা আছে। এছাড়া ফেসবুকের বিরক্তিকর ক্যান্ডি ক্রাশ রিকুয়েস্টের বিষয়েও তাকে প্রশ্ন করা হয়। জাকারবার্গ বলেছেন, এই সমস্যা সমাধানে আমরা কাজ করছি।