২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মার্কিন বিমান বহন করবে না শিকার করা পশুর অঙ্গ

বন্য পশু শিকার করে সেগুলোর অঙ্গ-প্রত্যঙ্গ কেউ বিমানে নিয়ে আসতে চাইলে সেটি হতে দেবে না বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ক`টি প্রধান এয়ারলাইন্স। জিম্বাবুয়ের সুপরিচিত `সিসিল` নামে এক সিংহকে অবৈধভাবে শিকারের পর ডেল্টা, ইউনাইটেড এবং অ্যামেরিকান এয়ারলাইন্সের তরফ থেকে এই ঘোষণা করা হয়। খবর: বিবিসি বাংলা

এক যৌথ বিবৃতিতে বিমান সংস্থাগুলো জানায়, এখন থেকে সিংহ, গন্ডার, চিতাবাঘ আর বুনো মোষের অঙ্গপ্রত্যঙ্গ তারা পরিবহন করবে না। আফ্রিকার বেশ ক`টি শহর ডেল্টা এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করে।

ওয়াল্টার পামার নামে যুক্তরাষ্ট্রের এক দন্ত চিকিৎসক গত জুলাই মাসে তাঁর তীর-ধনুক এবং বন্দুক দিয়ে সিসিলকে হত্যা করেন। এর পর এ নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠে।
১৩-বছর বয়সী `সিসিল` ছিল জিম্বাবুয়ের হোয়াঙ্গি ন্যাশনাল পার্কের সবচেয়ে সুপরিচিত বন্যপ্রাণী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ