[english_date]

মার্কিন ডলারে মাদার টেরিজা

ইউএস ডলারের রাখা হোক মাদার টেরিজার ছবি। এমনই মতামত দিলেন আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী তথা ওহিও-র গভর্নর জন কাশিক। ১০ ডলারের নোটে কার ছবি রাখা হবে এবিষয়ে মতামত চাওয়া হলে মাদার টেরিজার নাম নিয়েছেন তিনি। তাঁর অনুপ্রেরণাদায়ক কাজের জন্যই এই নাম নিয়েছেন বলে জানিয়েছেন ওহিও-র গভর্নর।

এতদিন পর্যন্ত এই নোটে অ্যালেক্সান্ডার হ্যামিলটনের নাম থাকত। ২০২০ সালের মধ্যে সেই নোট নতুন করে ছাপানোর প্রস্তাব উঠেছে। তাই কার ছবি ছাপা হবে এবিষয়ে মতামত চাওয়া হয়েছিল। জন কাশিক বলেন, ”হয়ত এটা আইনত সম্ভব নয়। কিন্তু, মাদারের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল আর তিনি সবার জন্য এত বেশি কাজ করেছেন, তাই আমি ওনার নাম নিয়েছি।” তাঁর মতে মাদার সবার জীবনের অনুপ্রেরণা হওয়া উচিৎ। নিজেদের দেশের মতই প্রতিবেশীদেরও সম্মান দেওয়া উচিৎ বলেও উল্লেখ করেছেন তিনি।
প্রাক্তন ফ্লোরিডা গভর্নর জেব বুশ নাম নিয়েছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের নাম।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ