[english_date]

মায়ের মতো বইপোকা কাজল কন্যা

সময় পেলেই বইয়ে মুখ গুঁজে পড়ে থাকেন তিনি।অবসর বিনোদন বলতে তাঁর কাছে দু’ই মলাটের জগত।রিল দুনিয়ায় থাকলেও সিনেমা নয়, তাঁর প্রথম পছন্দ বই।এককথায় বলতে গেলে রীতিমত বইয়ের পোকা কাজল।

তবে এই অভ্যাস তাঁর আজকের নয়,ছোট থেকে বই পড়তে ভালোবাসেন এই অভিনেত্রী।মাত্র দু’বছর বয়সে তিনি পত্রিকার ‘মাস্টহেড’ পড়তে শিখে গিয়েছিলেন।বই পড়ার এই নেশাটা তিনি উত্তরাধিকার সূত্রে তাঁর মা তনুজার কাছ থেকে পেয়েছেন।আর কাজল মনে করেন,তাঁর সফল অভিনেত্রী হয়ে ওঠার পিছনে রয়েছে তাঁর পড়ুয়া মনোভাব।

মায়ের গুণ পেয়েছে ছোট নাশাও।কাজলের সঙ্গে পাল্লা দিয়ে সেও নাকি বই পড়ে।আর বই শেষ করার পর চলে মা ও মেয়ের লম্বা আলোচনা। বয়সে ছোট হলেও  ‘ব্ল্যাক বিউটি’ (অ্যানা সোয়েল), ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’ (জেনি অস্টিন) মতো বই পড়ে ফেলেছে নাশা।এই না হলে মায়ের মেয়ে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ