[english_date]

মাম্পসে আক্রান্ত নেইমার

বার্সেলোনা তারকা নেইমারের মাম্পস ধরা পড়েছে। এই রোগে আক্রান্ত হওয়ার কারণে আগামী পনের দিন সম্ভবত মাঠে নামতে পারছেন না তিনি, অর্থাৎ মৌসুমের শুরুটাই হাতছাড়া হয়ে যাচ্ছে তার। মাম্পস এক ধরনের ভাইরাস বাহিত রোগ, এর কারণে থুতনির নিচ থেকে শুরু করে গলা পর্যন্ত বেশ অনেকখানি ফুলে উঠতে দেখা যায়।

মাম্পসের কারণে নেইমার খেলতে পারছেন না ইউরোপিয়ান সুপার কাপের ফাইনাল, যে ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল। তেইশ বছর বয়েসী এই ব্রাজিলিয়ান তারকা গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৩৯টি গোল করেন। ওই মৌসুমে বার্সেলোনা ট্রেবল বা তিনটি শিরোপা জয় করে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ