জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গিয়াস উদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বাতিল করে আবারও শুনানি করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রবিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) লিভ টু আপিরের নিষ্পত্তি করে এই আদেশ দেয়।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, ২০১২ সালের ৩০ জুলাই হাই কোর্টের ওই রায়ে মামুনের স্ত্রী শাহিনা ইয়াসমিনকেও খালাস দেয়া হয়েছিল। এ বিষয়ে আরেকটি লিভ টু আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।
গিয়াস উদ্দিন আল মামুন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ট বন্ধু। মুদ্রা পাচার মামলায় সাত বছরের সাজা খাটছেন তিনি।
পোস্টটি যতজন পড়েছেন : ৮৭