২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পীযুষ বন্দোপাধ্যায়সহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

সরকারের প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষতির অভিযোগ এফডিসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক পীযুষ বন্দোপাধ্যায়সহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকেলে দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান বাদী হয়ে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় বাংলাদেশ ফিল্ম ডেভলপমেন্ট করপোরেশন (এফডিসি) আধুনিকায়নের নামে যন্ত্রপাতি ক্রয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি সাধণের অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ৪ অক্টোবর মামলাটির অনুমোদন দেয় কমিশন।

পীযূষ বন্দোপাধ্যায় ছাড়া অন্য আসামিরা হলেন- যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান মালয়েশিয়ার ‘মেসার্স নভেলকোর (এম) কর্মকর্তা মি: জন নোয়েল, প্রতিষ্ঠানটির বাংলাদেশী এজেন্ট খন্দকার শহীদুল ও  প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।

এজাহারে উল্লেখ করা হয়, ক্রয় প্রক্রিয়ায় পীযূষ বন্দোপাধ্যায়সহ এফডিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা পারফর্মেন্স সিকিউরিটি গ্রহণের ক্ষেত্রে পেশাগত দায়-দায়িত্ব পালনে অবহেলা প্রদর্শন করেছেন। প্রাক-জাহাজীকরণ পর্যায়ে প্রযোজ্য বিধি বিধান অনুসরণের পরিবর্তে মনগড়া বিশ্লেষণের ভিত্তিতে মার্কিনযুক্তরাষ্ট্রের পরিবর্তে চীনের তৈরি মালামাল গ্রহণ করে মূল্য পরিশোধ করেছেন।

নিয়ম বহির্ভুত কার্যকলাপ সংঘটনে সরবরাহকারী স্থানীয় প্রতিনিধি খন্দকার শহীদুল প্ররোচনা দেন। আর যন্ত্রপাতি ক্রয়কারী প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলামের কর্মকান্ডকে সমর্থন ও অনুমোদন দেন পীযূষ বন্দোপাধ্যায়

আর্থনিউজ২৪/ঢাকা/সাঃ/০৮

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ