৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা গণমাধ্যমের উপর আঘাত নয়- জয়

joyসম্পাদক মাহফুজ আনামের গ্রেপ্তার চেয়ে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এর পর থেকেই আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গায় মামলা করতে শুরু করেন ।

বিভিন্ন সাংবাদিক, সম্পাদক ও বিশিষ্টজনেরা এটি গণমাধ্যমের ওপর আঘাত আখ্যায়িত করে উদ্বেগ প্রকাশ করছেন। তবে, উপদেষ্টা জয় দাবি করছেন এসব মামলা এগুলো দেওয়ানি মানহানি মামলা, ফৌজদারি নয়। তাই এগুলো গণমাধ্যমের ওপর আঘাত নয়। শুক্রবার সকালে জয় তার নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এসব কথা বলেন।

জয় তার ফেসবুকে দেয়া স্ট্যাটাসে বলেন, আমাদের “সুশীল সমাজ”এর কিছু অংশ এবং কিছু সংবাদপত্রের সম্পাদক আমার মায়ের বিরুদ্ধে মাহফুজ আনাম কর্তৃক চালানো মিথ্যা সাজানো প্রচারণার স্বীকারোক্তির পর তার বিরুদ্ধে হওয়া দেওয়ানি মানহানির মামলাগুলোর সমালোচনা করছেন। আমাদের সরকার তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেনি। মামলাগুলো সবই দেওয়ানি প্রকৃতির, যা খেসারত এবং আর্থিক ক্ষতিপূরণের দাবিতে দায়ের করা। তাই আমি জানতে চাই, যা কিছু ঘটেছে তাতে গণমাধ্যমকে দায়মুক্তি দেয়া যায় কিনা ? মাহফুজ আনাম স্বীকার করেছেন কেবল একটিই নয়, এসব মিথ্যা কাহিনী ধারাবাহিকভাবে তিনি আমার মায়ের বিরুদ্ধে, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা এবং একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চালিয়েছেন। তার কর্মকাণ্ডের ফলে আমার মা তার এই বয়সে ১১ মাস জেলে কাটিয়েছেন। এত কিছুর পর তিনি বলেন, “হায়, আমার ভুল হয়েছে!” এবং আমাদের সেসব ভুলে যেয়ে এগুতে হবে? আমার মা, আমার পরিবার এবং আমাদের দল আওয়ামী লীগের পক্ষে কোনই বিচার থাকবে না? সেখানে কোনই জবাবদিহিতা থাকা উচিৎ না?

উল্ল্যেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ