১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান ও এক মেম্বার বরখাস্ত

অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মানিকগঞ্জের সদর ও হরিরামপুর উপজেলার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একজন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

ইউপি চেয়ারম্যানরা হলেন, হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ও সদর উপজেলার নবগ্রাম ইউপি চেয়ারম্যান রাকিব হোসেন ফরহাদ। এছাড়া রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেনকেও সাময়িক বরখাস্ত করা হয়।

মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইউপি সদস্য কামাল হোসেনের বিরুদ্ধে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ঘর প্রদানের নামে অর্থ আদায়ের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসকের সুপারিশে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে গভীর নলকূপ বসানোর কথা বলে অর্থ আদায়ের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে। আর চেয়ারম্যান রাকিব হোসেনের বিরুদ্ধে ১ শতাংশ ও এলজিএসপি-৩ এর বিভিন্ন প্রকল্প গ্রহণে সরকারি বিধি অনুসরণ না করা, গৃহীত প্রকল্পের শতভাগ কাজ সম্পন্ন না করা, নিয়ম বহির্ভূতভাবে কাজের জন্য অগ্রিম অর্থ উত্তোলন এবং ভুয়া বিল ভাউচার দাখিলসহ কাজ না করে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসকের সুপারিশে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ফৌজিয়া খান জানান, ২ জন চেয়ারম্যান ও একজন সদস্যের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে আগামী ১০ কার্য দিবসের মধ্যে অভিযুক্ত জনপ্রতিনিধিদের জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট দফতরে জবাব দিতে বলা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ