মানহানি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সকালে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন। এর আগে আদালতে তাঁর আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবা জামিন চেয়ে আবেদন করেন।
সকাল ১০টায় মির্জা ফখরুল জামিন নেওয়ার জন্য ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদের আদালতে হাজির হন। তাঁর আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবা বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছর ১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ‘খুনি’ বলে বক্তব্য দেওয়ার অভিযোগে ফখরুলের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
মামলাটি করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নূর-ই-আলম-সিদ্দিক।
ওই দিন ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী বাদী নূর-ই-আলম-সিদ্দিকের জবানবন্দি নেন।
পোস্টটি যতজন পড়েছেন : ১৪৩