অপুষ্টিতে ভুগতে থাকা দু’বছরের একটি শিশু রাস্তার ধারে পড়েছিল৷ সেই সময়, তাকে স্তন্যপান করায় একটি সারমেয়৷ বৃহস্পতিবার চিলির রাজধানী সান্তিয়াগো থেকে উত্তরে এক হাজার ২৪০ কিলোমিটার দূরে এক পরিত্যক্ত জায়গায় এই দৃশ্য দেখতে পান সেখানকারই এক বাসিন্দা৷ খবর দেওয়া হলে শিশুটিকে উদ্ধার করে চিলি পুলিশ৷ হাসপাতালে ভরতি করা হয় ওই শিশুটিকে৷
রেইনা নামে ওই সারমেয়টি স্তন্যপান না করালে শিশুটির মৃত্যুও হতে পারত বলে পুলিশের অনুমান৷ শুক্রবারই হাসপাতালের বাইরে শিশুটির মা-কে মদ্যপ অবস্থায় দেখা যায়৷ তবে, শিশুটির শারীরিক কোনও ক্ষতি হয়নি বলে তাকে গ্রেফতার করেনি পুলিশ৷ শিশুটির দায়িত্ব কাকে দেওয়া হবে ২২ সেপ্টেম্বর তা ঠিক করবে আদালত৷
পোস্টটি যতজন পড়েছেন : ২১২