[english_date]

মানব পাচার: থাই সেনা কর্মকর্তা মানাস কংপানের আত্মসমর্পণ

মানব পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে থাইল্যান্ডের সেনা কর্মকর্তা, লেফটেন্যান্ট জেনারেল মানাস কংপান আত্মসমর্পণ করেছেন।

ব্যাংককের স্থানীয় সময় সকাল ১১টায়, তিনি পুলিশ প্রধানের সাথে দেখা করেন। পরে সঙ্খলা প্রাদেশিক পুলিশের কার্যালয়ে, কংপানকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়।

তার বিরুদ্ধে মিয়ানমার ও বাংলাদেশি নাগরিকদের থাইল্যান্ডের দক্ষিনাঞ্চল দিয়ে মালয়েশিয়া পাঠানোর অভিযোগ রয়েছে। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন কংপান। গত মাসে থাইল্যান্ডের সঙ্খলায়, দুর্গম জঙ্গলে মানব পাচারকারিদের গোপন শিবির ও মরদেহের সন্ধান মিললে তৎপর হয়ে ওঠে কর্তৃপক্ষ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ