একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বগুড়ায়। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর বগুড়ায় এটি তাঁর প্রথম সফর।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গত কয়েকদিন থেকেই বগুড়ার সর্বস্তরের মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এবারের সফরে প্রধানমন্ত্রী ৩৪৬ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে মোট ১৯ টি প্রকল্পের উদ্বোধন এবং ১৫টির ভিত্তি ফলক উন্মোচন করবেন।
বগুড়া সেনানিবাসে পৌঁছে সেনাবাহিনী আয়োজিত অনুষ্ঠানে ১২ ল্যান্সারের ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী। এরপর বেলা আড়াইটায় স্থানীয় আল তাফুন্নেছা খেলার মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এদিকে তাঁর সফরকে কেন্দ্র করে সেখানে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৫৭